নরসিংদীর সাহেপ্রতাপ এলাকায় গাড়ি মেরামতের দোকান থেকে চঞ্চল চন্দ্র ভৌমিক (২৩) নামে এক যুবকের লাশ উদ্ধারের তথ্য দিয়েছে পুলিশ। শুক্রবার রাত ৩টার পর খানাবাড়ি মসজিদ মার্কেটের একটি দোকানে তার লাশ পাওয়া যায়। নিহত চঞ্চল চন্দ্র তিনি ওই দোকানের কর্মচারী ছিলেন।
চঞ্চলের বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামে। তার বাবার নাম খোকন চন্দ্র ভৌমিক। গাড়ি মেরামতের ওই দোকানের কর্মী ছিলেন চঞ্চল।
নরসিংদী সদর মডেল থানার ওসি এআরএম আল মামুন শনিবার রাত সোয়া ১টার দিকে বলেন, তারা ঘটনাস্থলের সিসিটিভির কিছু ভিডিও হাতে পেয়েছেন, যেখানে ওই দোকানের সামনে এবং আশপাশে কয়েকজনকে দেখা গেছে। তবে ঘটনার সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা আছে কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।
ওসি বলেন, আমরা দোকান মালিকের কাছ থেকে একটা অভিযোগ নিয়ে রেখেছি। এ বিষয়ে আরও তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সিসিটিভির ভিডিওর বরাতে পুলিশের এ কর্মকর্তা বলেন, আগুন লাগার শুরুতে দোকানের সামনে যে ব্যক্তিকে দেখা গেছে, আমরা তার পরিচয় শনাক্ত করার চেষ্টা করছি। আমরা খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং লাশ উদ্ধার করি। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।