যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় শিক্ষার্থীসহ নিহত ২

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ দিন আগে

রাজধানীর যাত্রাবাড়ীর শনিরআখড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কলেজছাত্রসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার (২৪ জানুয়ারি) দিবাগত রাতে শনিরআখড়া প্রধান সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কিশোরগঞ্জ সদর উপজেলার মাহিনন্দা মাঝপাড়া গ্রামের হারুন অর রশীদের ছেলে খায়রুল হোসেন কামরুল (২০) এবং ফয়েজ উদ্দিনের ছেলে মো. ইয়াসিন (২৭)। খায়রুল ভাসানটেক সরকারি কলেজের দ্বিতীয়বর্ষের ছাত্র ছিলেন এবং ইয়াসিন পেশায় মোটরসাইকেল ক্রয়-বিক্রয় ব্যবসায়ী ছিলেন।

নিহতদের বন্ধু মাহাদি ইসলাম জানান, রাতে মোটরসাইকেলে করে শনিরআখড়া এলাকা দিয়ে যাওয়ার সময় একটি দ্রুতগামী মুরগিবাহী ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে তারা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, হাসপাতালে আনার পর রাত ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক খায়রুলকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে মারা যান মো. ইয়াসিন। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

  • ট্রাক
  • ধাক্কা
  • নিহত
  • যাত্রাবাড়ী
  • শিক্ষার্থী
  • #