টি-টোয়েন্টি বিশ্বকাপে ঘোষণা পাকিস্তানের

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১৪ ঘন্টা আগে

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সঙ্গে চরম উত্তেজনার মধ্যেই টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। রোববার (২৫ জানুয়ারি) সকালে লাহোরে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এই দল ঘোষণা করেন পিসিবির নির্বাচক প্যানেলের সদস্য আকিব জাভেদ।

নতুন ঘোষিত এই দলে বড় চমক হিসেবে সালমান আগাকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। দলটিতে সাবেক অধিনায়ক বাবর আজম জায়গা পেলেও অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের বাদ পড়ে। সংবাদ সম্মেলনে নির্বাচক আকিব জাভেদের সঙ্গে নবনিযুক্ত অধিনায়ক সালমান ও প্রধান কোচ মাইক হেসন উপস্থিত ছিলেন।

পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে যে, আসন্ন বিশ্বকাপের জন্য ঘোষিত এই স্কোয়াডে সালমান আগার নেতৃত্বে খেলবেন আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ ও ফখর জামান। উইকেটের পেছনে গ্লাভস হাতে দেখা যাবে তরুণ খাজা নাফেকে।

এছাড়া দলের বোলিং বিভাগে ভারসাম্য বজায় রাখতে রাখা হয়েছে মোহাম্মদ নেওয়াজ, সালমান মির্জা, নাসিম শাহ এবং তারকা পেসার শাহিন শাহ আফ্রিদীকে। সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, শাদাব খান, উসমান খান ও উসমান তারিককেও এই স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে। রিজওয়ানের অনুপস্থিতিতে ব্যাটিং অর্ডারে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন কোচ হেসন।

প্রসঙ্গত, বাংলাদেশ ক্রিকেট দলকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে পাকিস্তান এই টুর্নামেন্ট বর্জনের হুমকি দিয়ে আসছিল। আইসিসিও পাল্টা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, পাকিস্তান অংশ না নিলে তাদের ওপর দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।

  • টি টোয়েন্টি
  • পাকিস্তান
  • বিশ্বকাপ
  • #