ময়মনসিংহের ভালুকায় বিএনপির প্রার্থী ও বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যা থেকে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সন্ধ্যার দিকে উপজেলার কাঠালী গ্রামে হরিণ মার্কার প্রচারণাকালে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মুর্শেদ গ্রুপের নেতা আদি খান শাকিলের ব্যবহৃত একটি মাইক্রোবাস বিএনপির প্রার্থী ফখরউদ্দিন বাচ্চু গ্রুপের লোকজন ভাঙচুর করে। পরবর্তীতে শাকিল প্রায় ৪০-৫০ জন অনুসারী নিয়ে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি অফিসে হামলা চালায়।
এ সময় বিএনপি অফিসে অবস্থানরত বাচ্চু গ্রুপের প্রায় ২০ জন নেতাকর্মী আহত হন। এময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় ২০ মিনিট যান চলাচল ব্যাহত হয়। আহতদের স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে ঘটনার খবর চারদিকে ছড়িয়ে পড়ে। এরপরই বাচ্চু গ্রুপের কর্মীরা ভালুকা মাইক্রোস্ট্যান্ড সংলগ্ন আদি খান শাকিলের একটি টিনশেড অফিসে অগ্নিসংযোগ করে।
খবর পেয়ে থানা পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। পরে রাত সাড়ে ৭টার দিকে আবারও মুর্শেদ গ্রুপের লোকজন সীডস্টোর বাজারের খান হোটেলের পাশে অবস্থিত বিএনপি অফিসে ভাঙচুর করে ও দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়।
ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।