ডিএনসিসি প্রশাসককে তলব দুদকের

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪ দিন আগে

ক্ষমতার অপব্যবহার, অনিয়ম-দুর্নীতি এবং ঘুষ গ্রহণের অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। সোমবার দুদক সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, মোহাম্মদ এজাজের বিরুদ্ধে সিটি করপোরেশনের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম, নিয়োগ ও বদলি বাণিজ্যের মাধ্যমে ঘুষ গ্রহণ এবং ক্ষমতার অপব্যবহারের একাধিক অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগ খতিয়ে দেখতে গত বছরের নভেম্বর মাস থেকে আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু করে দুদক। প্রাথমিক কিছু তথ্য-প্রমাণ পাওয়ায় অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে তলব করা হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ১২ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকার এক বছরের জন্য মোহাম্মদ এজাজকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়।

  • ডিএনসিসি
  • তলব
  • দুদক
  • প্রশাসক
  • #