সিরাজগঞ্জ-২ (সদর) আসনে নির্বাচনি প্রচার মিছিল চলাকালে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সোমবার সন্ধ্যায় এ সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন।
সদর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, বহুলী ইউনিয়নের ডুমুরইছা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুই দলের পক্ষ থেকে পাল্টাপাল্টি অভিযোগ করা হয়েছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, জামায়াত নির্বাচন বানচালের অপচেষ্টা করছে। ধানের শীষের প্রচার মিছিলে হামলা চালিয়ে তারা ছয়জনকে আহত করেছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসনকে দোষীদের গ্রেপ্তার করার দাবি করেন তিনি।
জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি শহিদুল ইসলাম বলেন, আমাদের পূর্ব-নির্ধারিত মিছিল শেষের দিকে ছিল। দুটি মিছিল একে অপরকে পাশ কাটিয়ে যাচ্ছিল। তখন বিএনপির সমর্থকরা পিছন থেকে অতর্কিত হামলা চালায়। এ সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে জামায়াতে ইসলামীর পাঁচ থেকে সাতজন সমর্থক আহত হয়েছেন।
সিরাজগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শিমুল তালুকদার বলেন, বিএনপি সমর্থক ছয়জন আহত অবস্থায় হাসপাতালে এসেছিল। এদের মধ্যে তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক। বাকি তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।
সদর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।