ভূমধ্যসাগরে ফের নৌকাডুবি, নিহত অন্তত ৫০

: বিশ্বপরিস্থিতি ডেস্ক
প্রকাশ: ৩ দিন আগে

ভূমধ্যসাগরে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্ঘটনার পর নৌকাটির একজন যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। ইউরোপের দ্বীপরাষ্ট্র মাল্টাভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব মাল্টা এ তথ্য জানিয়েছে।

মাল্টার সামরিক বাহিনী জানিয়েছে, উদ্ধার হওয়া ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসার জন্য মাল্টায় নেওয়া হয়েছে। তিনি জানান, প্রায় ২৪ ঘণ্টা ধরে তিনি সাগরে ভেসে ছিলেন। তিউনিশিয়ার দিকে যাত্রারত একটি বাণিজ্যিক জাহাজ তাকে উদ্ধার করে।

তার ভাষ্য অনুযায়ী, নৌকাটিতে থাকা আনুমানিক ৫০ জন অভিবাসনপ্রত্যাশী সাগরে ডুবে প্রাণ হারিয়েছেন।

জানা গেছে, উত্তর আফ্রিকার দেশ তিউনিশিয়ার উপকূল থেকে নৌকাটি যাত্রা শুরু করেছিল। ইউরোপে পৌঁছানোর আশায় উত্তর আফ্রিকার বিভিন্ন উপকূল থেকে প্রায়ই অভিবাসনপ্রত্যাশীরা এ ধরনের ঝুঁকিপূর্ণ সমুদ্রযাত্রায় নামেন।

উদ্ধার হওয়া ব্যক্তির জাতীয়তা কিংবা নৌকাটিতে থাকা অন্য যাত্রীদের দেশ পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের অভিবাসনপ্রত্যাশীরা ছোট ও অনিরাপদ নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের বিভিন্ন দেশে পৌঁছানোর চেষ্টা করে থাকেন।

চলতি বছর এখন পর্যন্ত এই সাগরে অন্তত ২৬ জন নিহত বা নিখোঁজ হয়েছেন। আর ২০২৫ সালে ভূমধ্যসাগরে অভিবাসনপ্রত্যাশীদের নৌকাডুবির ঘটনায় মোট এক হাজার ৮৭৩ জনের মৃত্যু বা নিখোঁজের তথ্য নথিভুক্ত হয়েছে।

  • নিহত
  • নৌকাডুবি
  • ভূমধ্যসাগর
  • #