পিরোজপুরে নিখোঁজের তিনদিন পর শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার, আটক ৪

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৭ ঘন্টা আগে

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় নিখোঁজের তিন দিন পর মো. রাইয়ান মল্লিক (৫) নামের এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে প্রতিবেশী এক গৃহস্থের গোয়ালঘরের খড়ের গাদার ভেতর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন মো. রিয়াদ মল্লিক (১৯), মো. মিজান মল্লিক (৪২), মো. সাইদুল ইসলাম (৩৬) ও মোসা. পারভীন বেগম (৩৫)। তাঁরা সবাই ভাণ্ডারিয়া উপজেলার উত্তর আতরখালী গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহম্মেদ সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেন।

নিহত রাইয়ান ভাণ্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নের আতরখালী গ্রামের প্রবাসী রাসেল মল্লিকের ছেলে। পরিবারের অভিযোগ, শত্রুতার জেরে চাচা আবদুল কাদের মল্লিক শিশুটিকে হত্যা করেছেন।

পুলিশ জানায়, গত শনিবার থেকে রাইয়ান নিখোঁজ ছিল। পরে শিশুটির মা তন্নী আক্তার ভাণ্ডারিয়া থানায় একটি অভিযোগ করেন। ভাণ্ডারিয়া থানা ও ডিবি পুলিশের একটি দল অনুসন্ধান চালিয়ে প্রতিবেশী এক গৃহস্থের খড়ের গাদার ভেতর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।

পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহম্মেদ সিদ্দিকী বলেন, আসামি রিয়াদ মল্লিককে জিজ্ঞাসাবাদ করলে সে রাইয়ানের অবস্থান জানায়। পরবর্তী সময়ে রিয়াদ মল্লিককে সঙ্গে নিয়ে ভাণ্ডারিয়ার ওই এলাকায় অভিযান পরিচালনা করে তার দেখানো জায়গায় খড়কুটার ভেতর থেকে বস্তাবন্দী অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

  • আটক
  • উদ্ধার
  • পিরোজপুর
  • বস্তাবন্দি
  • লাশ
  • শিশু
  • #