মেহেরপুর জেলা জামায়াতের আমির তাজউদ্দিন খানের ব্যবহৃত মাইক্রোবাস থেকে চাইনিজ কুড়াল ও দেশি অস্ত্রশস্ত্রসহ তিন কর্মীকে আটক করেছে যৌথবাহিনী। আটকরা হলেন বাংলা এডিশনের জেলা প্রতিনিধি ও জামায়াত কর্মী সেলিম রেজা (২৭), জেলা জামায়াতের ইসলামের আমির তাজউদ্দিন খানের ফেইসবুক পেইজের এডমিন শাহারুল ইসলাম এবং গাড়িচালক ইজারুল হক। এ সময় জব্দ করা হয় গাড়িটি।
সোমবার সকালে শহরের হোটেল বাজার চার রাস্তার মোড়ে চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশির সময় তাদের আটক করা হয় বলে জানান মেহেরপুর সদর থানার এসআই বিএম রানা। আটককৃতরা জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের মেহেরপুরে আগমন উপলক্ষে শহরের হাইস্কুল মাঠে সমাবেশে যাচ্ছিলেন বলে জানান তিনি।
এসআই রানা বলেন, সকালে যৌথবাহিনীর নিয়মিত চেক পোস্টের অংশ হিসেবে সব গাড়ি তল্লাশি করা হচ্ছিল। এ সময় সাদা রঙের একটি নোয়া গাড়ি তল্লাশির সময় ভেতরে তিনটি ফোল্ড ডেবল স্টিক, একটি বিদেশি কুড়াল, একটি ইলেকট্রিক শকার, একটি প্লাস, তিনটি ওয়াকি-টকি, চারটি চার্জার ও একটি হ্যান্ড মাইক উদ্ধার করা হয়।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে চালকসহ মাইক্রো আরোহী তিনজনকে আটকের পাশাপাশি এবং অস্ত্র ও মাইক্রোবাসটি জব্দ করা হয় বলে জানান তিনি।