কুড়িগ্রামে প্রতিপক্ষের আঘাতে ২ বৃদ্ধের মৃত্যু

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ দিন আগে
প্রতীকী ছবি

কুড়িগ্রাম জেলার রাজারহাট ও নাগেশ্বরী উপজেলায় পৃথক দুটি ঘটনায় জমিজমা বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধাক্কায় দুই বৃদ্ধের মৃত্যুর খবর পাওয়া গেছে। পুলিশ এ দুই ঘটনায় পুলিশ ৫ জনকে আটক করেছে।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে রাজারহাট উপজেলার উমরমজিদ ইউনিয়নের জয়দেব মালসাবাড়ী গ্রামে এবং নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে এ দুটি পৃথক ঘটনা ঘটে। মৃতরা হলেন মধু চন্দ্র শীল (৬২) এবং শহিদুল ইসলাম (৬৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজারহাট উপজেলায় নিহত ব্যক্তির নাম মধু চন্দ্র শীল (৬২)। দীর্ঘদিন ধরে তার সঙ্গে প্রতিবেশী আবেদ আলীর পরিবারের জমির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। সোমবার দুপুরে বাড়ির সামনে গাছ লাগাতে গেলে আবেদ আলীর ছেলে আশরাফ আলী (৪৫) বাধা দেন। একপর্যায়ে ধস্তাধস্তির সময় ধাক্কা খেয়ে মধু চন্দ্র শীল পাশে নলকূপের পাকা অংশে পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে আহত হন। পরে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় প্রধান অভিযুক্ত আশরাফ আলীকে আটক করেছে পুলিশ। রাজারহাট থানার ওসি মো. আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রধান অভিযুক্তকে আটক করা হয়েছে।

অন্যদিকে নাগেশ্বরী উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ধাক্কায় শহিদুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর আড়াইটার দিকে হাসনাবাদ ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে শহিদুল ইসলামের সঙ্গে তার বিমাতা ভাই রফিকুল ইসলাম ও বোন আলেয়া বেগমের জমি নিয়ে বিরোধ চলছিল। সোমবার জমি নিয়ে অনুষ্ঠিত পারিবারিক বৈঠকের একপর্যায়ে ধাক্কা দিলে শহিদুল ইসলাম মাটিতে পড়ে অজ্ঞান হন এবং পরে তার মৃত্যু হয়।

এ ঘটনায় সোমবার বিকালে রফিকুল ইসলাম (৫০), আলেয়া বেগম (৪০), মো. হযরত আলী (৫০) ও রাব্বী মিয়াকে (২০) আটক করেছে পুলিশ।

নাগেশ্বর থানার এসআই অপূর্ব কুমার বর্মণ বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে।

  • ২ বৃদ্ধ
  • আঘাত
  • কুড়িগ্রাম
  • প্রতিপক্ষ
  • মৃত্যু
  • #