প্রতীকী ছবি
শরীয়তপুরে বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ভোজশ্বের ইউনিয়নের জেলেপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা ডাঢ, মঙ্গলবার দুপুরে নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের জেলেপাড়া এলাকায় জামায়াত কর্মীরা নির্বাচনি প্রচার প্রচারণা শেষে একটি ছাপাখানায় বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় বিএনপির সমর্থকরা গণভোটে ‘হ্যাঁ’ ও ‘না’কে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ২০ জন আহত হন।
জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির কেএম মকবুল হোসাইন বলেন, আমাদের নেতাকর্মীদের ওপর বিএনপির লোকজন অন্যায়ভাবে হামলা করেছে।
শরীয়তপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসেন হাওলাদার বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াত কর্মীরা আমাদের কর্মীদের নিয়ে মিথ্যা অপবাদ দিয়েছে। এ কারণে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে ভোজেশ্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, ফেসবুকে ‘না’ ভোটের স্ট্যাটাস কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে মারামারি হয়েছে। এখনও মামলা হয়নি।