যাত্রাবাড়ী ফাঁড়িতে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ দিন আগে
প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়িতে শফিকুল ইসলাম (৪২) নামে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) ভোরে তার মরদেহ উদ্ধার করা হয়। যাত্রাবাড়ী থানার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রাসেল সর্দার এ তথ্য জানান।

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মৃত মন্নান মল্লিকের ছেলে শফিকুল ইসলাম। বর্তমানে ফাঁড়ির ব্যারাকে থাকতেন।

এসআই রাসেল সর্দার বলেন, বুধবার ভোরের দিকে ফাঁড়ির ওয়াশ রুমে লোহার এঙ্গেলের সঙ্গে রশি দ্বারা গলায় ফাঁস নেন শফিকুল ইসলাম। সেখান থেকে উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে ঘুমাতে পারেননি। রাত ৩টা ২৫ মিনিটের দিকে বাসায় মোবাইল ফোনে মেসেজ পাঠান। মেয়েকে লেখেন, তোর জন্য কিছু করে যেতে পারিনি।

  • উদ্ধার
  • পুলিশ সদস্য
  • ফাঁড়ি
  • মরদেহ
  • যাত্রাবাড়ী
  • #