প্রতীকী ছবি
কুমিল্লার নাঙ্গলকোটে জাহাঙ্গীর আলম (৪০) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার উপজেলার দৌলখাঁড় গ্রামের পূর্বপাড়ায় রাস্তার পাশে একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা পুকুরে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুকুরে ভেসে ওঠা মরদেহটি জোড্ডা পশ্চিম ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের পণ্ডিত বাড়ির মিশুক ড্রাইভার মো. জাহাঙ্গীর আলম ওরফে জাফর ইকবালের বলে নিশ্চিত করেছেন তার স্বজনরা। জাহাঙ্গীর আলম গত চার দিন ধরে নিখোঁজ ছিলেন।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, এ বিষয়ে নিহতের বাবা আবুল কাশেম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। তদন্তের মাধ্যমে আসামি চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।