বাসের ধাক্কায় নৌবাহিনী কর্মকর্তা নিহত, গুরুতর আহত নাবিক

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১৩ ঘন্টা আগে

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাস এলাকায় বাসের ধাক্কায় নৌবাহিনীর কর্মকর্তা এম নাজমুস সাকিব (৩৮) নিহত হয়েছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার সাহার পাড়া এলাকার বাসিন্দা। দুর্ঘটনায় নৌবাহিনীর নাবিক মো. ইকরাম হোসেন (২৯) গুরুতর আহত হয়েছেন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ৭.৫০ মিনিটে নাজমুস সাকিব ও ইকরাম হোসেন মোটরসাইকেলযোগে পতেঙ্গা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

পটিয়া বাইপাসের শেয়ান পাড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি হানিফ বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে নাজমুস সাকিব মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এবং বাসের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। আহত ইকরাম হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক পাপিয়া চক্রবর্তী জানান, আহত নাবিককে সকাল ৮.৪০ মিনিটে হাসপাতালে আনা হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়।

পটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ জানান, বাসটি দুর্ঘটনার পর পালিয়ে গেছে। বাসটিকে শনাক্তের চেষ্টা চলছে। নিহতের লাশ হাইওয়ে থানায় রাখা হয়েছে এবং নৌবাহিনীকে দুর্ঘটনার বিষয়ে জানানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

  • কর্মকর্তা
  • চট্টগ্রাম-কক্সবাজার
  • ধাক্কা
  • নৌবাহিনী
  • পটিয়া
  • বাস
  • মহাসড়কে
  • #