সাতক্ষীরায় আইনশৃঙ্খলা বাহিনীর ‘মারধরে’ ইসমাইল হোসেন নামে এক যুবক নিহতের ঘটনায় গভীর উদ্বেগ, নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। শুক্রবার (৩০ জানুয়ারি) সংগঠনটির নির্বাহী পরিচালক ইজাজুল ইসলামের সই করা এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানানো হয়।
এতে বলা হয়েছে, সাতক্ষীরার আশাশুনি উপজেলায় হেলমেট না থাকাকে কেন্দ্র করে টহলরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মারধরে ইসমাইল হোসেন নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) আশাশুনির কাকবাশিয়া এলাকায় মোটরসাইকেলে চলাচলের সময় হেলমেট না থাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল দল তাকে আটক করে মারধর করে বলে অভিযোগ রয়েছে। পরে গুরুতর অবস্থায় তার মৃত্যু হয়। একজন নাগরিকের এ ধরনের মৃত্যু অত্যন্ত মর্মান্তিক এবং মানবাধিকার ও আইনের শাসনের জন্য উদ্বেগজনক বলে উল্লেখ করা হয় বিবৃতিতে।
সংগঠনটির দাবি, ঘটনাটি দ্রুত, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে তদন্তের জন্য একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করতে হবে। তদন্তে দায় প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগতব্যবস্থা নিতে হবে। পাশাপাশি নিহত ইসমাইল হোসেনের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ ও সার্বিক সহায়তা দেওয়ার আহ্বান জানানো হয়।
ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মানবাধিকারভিত্তিক আচরণ ও জবাবদিহিমূলক ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করে এইচআরএসএস।
সংগঠনটি মনে করে, বিচারহীনতার সংস্কৃতি বন্ধ না হলে এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি ঘটতেই থাকবে। তাই মানবাধিকার, ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করা এখন সময়ের দাবি।