হুমকি ও হয়রানির মুখে নির্বাচনি প্রচারণা থেকে বিরতি নিচ্ছেন মেঘনা আলম

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৬ ঘন্টা আগে

ক্রমাগত নিরাপত্তাহীনতা, হুমকি ও হয়রানির মুখে পড়ে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী মেঘনা আলম নির্বাচনি প্রচারণায় সাময়িক বিরতির ঘোষণা দিয়েছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) তিনি এই ঘোষণা দেন।

মেঘনা আলম জানান, সরকার বারবার দাবি করে আসছে নির্বাচনে অংশগ্রহণকারী এমপি প্রার্থীদের জন্য গানম্যানসহ নিরাপত্তা নিশ্চিত করা হবে। তবে ঢাকা-৮ আসনের একমাত্র নারী প্রার্থী হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত কোনও ধরনের সরকারি নিরাপত্তা দেওয়া হয়নি।

প্রচারণায় বাধার অভিযোগ তুলে তিনি জানান, তার প্রচারণায় পরিকল্পিতভাবে বাধা দেওয়া হচ্ছে। নারীকর্মীদের লক্ষ্য করে লেজার লাইট ব্যবহার করে অপমান ও ভীতির পরিবেশ তৈরি করা হচ্ছে। নিরাপত্তা চেয়ে বারবার আবেদন করা হলেও কোনও গানম্যান বরাদ্দ দেওয়া হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের মধ্যে দায় চাপাচাপি হলেও কার্যকর কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।

ঢাকা-৮ আসনের এই প্রার্থী অভিযোগ করে বলেন, বিএনপির ছাত্রদলের নেতারা প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় যৌন হুমকি দিচ্ছে। দায়িত্বশীল নেতাদের ট্যাগ করা হলেও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একইসঙ্গে বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে এআই নির্ভর অশ্লীল ও মানহানিকর ভিডিও ছড়ানোর অভিযোগও তুলেছেন তিনি।

মেঘনা আলম জানান, চাইলেই তিনি মিস বাংলাদেশ হিসেবে গ্ল্যামার জগতে থেকে আরামদায়ক জীবন বেছে নিতে পারতেন। তবে একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও সার্টিফায়েড রাজনৈতিক প্রশিক্ষক হিসেবে রাষ্ট্র ও সমাজ সংস্কারের দায়িত্ববোধ থেকেই তিনি নির্বাচনে অংশ নিয়েছেন।

মেঘনা আলম আরও জানান, তাকে কোনও নিরাপত্তা না দিয়ে কার্যত হিংস্র পরিবেশের মুখে ঠেলে দেওয়া হয়েছে। এই বৈষম্যমূলক আচরণ শুধু একজন নারী প্রার্থীর বিরুদ্ধেই নয়, বরং নারীর রাজনৈতিক অংশগ্রহণ এবং একটি স্বাধীন, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনি প্রক্রিয়ার বিরুদ্ধেও উদ্বেগজনক বলে তিনি মনে করেন।

  • নির্বাচনি
  • প্রচারণা
  • মেঘনা আলম
  • হয়রানি
  • হুমকি
  • #