ভারত থেকে ফিরল ১২৮ বাংলাদেশি জেলে, গেল ২৩ ভারতীয়

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২০ ঘন্টা আগে

সমুদ্রে মাছ ধরতে গিয়ে জলসীমা অতিক্রমের অভিযোগে ভারতে বিভিন্ন সময়ে গ্রেপ্তার ১২৮ জন বাংলাদেশি মৎস্যজীবী দেশে ফেরত এসেছেন। একই সঙ্গে বাংলাদেশে আটকে থাকা ২৩ জন ভারতীয় মৎস্যজীবীকেও দেশে ফেরত পাঠানো হয়েছে।

উভয় দেশের মধ্যে পারস্পরিক প্রত্যাবাসন ব্যবস্থার মাধ্যমে ভারতে আটক মৎস্যজীবীদের ফেরত আনা হয়েছে বলে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বঙ্গোপসাগরে দুই দেশের আন্তর্জাতিক সমুদ্র সীমানারেখায় বাংলাদেশ কোস্টগার্ড, ভারতীয় কোস্টগার্ডের কাছ থেকে বাংলাদেশের মালিকানাধীন পাঁচটি মাছ ধরার নৌকাসহ ১২৮ জন মৎস্যজীবীকে গ্রহণ করে। একইভাবে ভারতের মালিকানাধীন দুটি মাছ ধরার নৌকাসহ দেশটির ২৩ জন মৎস্যজীবীকে সে দেশের কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়।

  • জেলে
  • বাংলাদেশি
  • ভারত
  • ভারতীয়
  • #