কক্সবাজারে যুবক খুন

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪ ঘন্টা আগে

কক্সবাজার শহরে জমি বিরোধ নিয়ে নুরুল আমিন মুন্না (২৮) নামের এক যুবককে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় রুমিলিয়ারছড়ার বাচামিয়ার ঘোনা এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত মুন্নার স্বজনরা জানিয়েছেন, একমাস আগে তার নানীর মধ্যে জমিসংক্রান্ত বিবাদ হয়। এ ঘটনার জের ধরে তার মামা হামিদ উল্লাহ এবং তার সন্তানরা মিলিত হয়ে মুন্নাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। আহত মুন্নাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমিউদ্দিন জানিয়েছেন, মুন্নার লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও মূল অভিযুক্তদের পরিচয় উদঘাটনের জন্য পুলিশ তদন্ত শুরু করেছে।

  • কক্সবাজার
  • খুন
  • যুবক
  • #