নাসীরুদ্দীন পাটওয়ারীর মাথায় ডিম নিক্ষেপ : তদন্তে নির্বাচনি অনুসন্ধান কমিটি

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৯ ঘন্টা আগে

রাজধানীর শান্তিনগরের হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজে পিঠা উৎসবে ঢাকা-৮ আসনে এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে ডিম নিক্ষেপ ও বিশৃঙ্খলার ঘটনা তদন্ত করে ‘নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটিকে’ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন রিটার্নিং অফিসার।

ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমদ চৌধুরী শুক্রবার ঢাকা-৮ আসনের কমিটির সিভিল জজ মো. শামসুল হককে এ বিষয়ে চিঠি দিয়েছেন।

গত ২৭ জানুয়ারি হাবিবুল্লাহ বাহার কলেজে পিঠা উৎসবের মধ্যে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস এবং এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর সমর্থকদের মধ্যে উত্তাপ ছড়ায়। এনসিপি প্রার্থী ওই অনুষ্ঠানে গিয়ে ‘হেনস্তার শিকার’ হন। তার মাথায় ডিম ছোড়া হয়। পরে এনসিপি অভিযোগ তোলে, বিএনপি প্রার্থীর ‘নির্দেশে’ তার সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছে। অন্যদিকে মির্জা আব্বাস অভিযোগ অস্বীকার করেন।

এমন পরিস্থিতিতে রমনা থানার কাছে ওই ঘটনার বিষয়ে প্রতিবেদন এবং কলেজ কর্তৃপক্ষের ব্যাখ্যা চান রিটার্নিং অফিসার।

বৃহস্পতিবার কলেজ কর্তৃপক্ষ এবং শুক্রবার রমনা থানার ওসি লিখিত প্রতিবেদন দেন। এরপরই ‘বিশৃ্ঙ্খল পরিস্থিতির’ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নিতে বলা হল ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটিকে।

কলেজ অধ্যক্ষ ইমরুল কায়েস তার লিখিত প্রতিবেদনে রিটার্নিং অফিসারকে বলেছেন, এ পিঠা উৎসবে কলেজের বাইরের কাউকে আমন্ত্রণ জানানো হয়নি। বিশেষ করে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থেীকে কলেজ কর্তৃপক্ষ আমন্ত্রণ করেনি। এ উৎসবে প্রচার-প্রচারণার কোনো বিষয়ও ছিল না।

রমনা থানার ওসি তার প্রতিবেদনে বলেছেন, হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজে ২৭ জানুয়ারির পিঠা উৎসবে রাজনৈতিক নেতাদের অংশগ্রহণের বিষয়ে কর্তৃপক্ষ বা কোনো রাজনৈতিক পক্ষই পুলিশকে অবগত করেনি।

  • অনুসন্ধান
  • এনসিপি
  • কমিটি
  • ডিম
  • তদন্ত. নির্বাচনী
  • নাসীরুদ্দীন পাটওয়ারী
  • #