নন্দীগ্রামে ভটভটি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ ঘন্টা আগে

বগুড়ার নন্দীগ্রামে ভটভটি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে ওমরপুর-তালোড়া আঞ্চলিক মহাসড়কের দাড়িয়াপুর-আমড়াগোহাইলের মাঝামাঝি পালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলা থালতামাঝগ্রাম ইউনিয়নের দাড়িয়াপুর গ্রামে মৃত ইব্রাহীম হোসেনের ছেলে আজিজার রহমান (৫৬) ও একই গ্রামের লাজেম মন্ডলের ছেলে সুইট হোসেন (৫২)।

স্থানীয়দের বরাতে জানা যায়, শনিবার সকালে মোটরসাইকেল যোগে সুইট তার আলুর জমি দেখার জন্য বাড়ি থেকে বের হয়। একই সময় আজিজার রহমান কাজের উদ্দেশে বাড়ি থেকে বের হলে পথে সুইটের সঙ্গে তার দেখা হয়। পরে আজিজার সুইটের মোটরসাইকেলে ওঠেন। পথেমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নন্দীগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনিগত প্রক্রিয়া চলমান রয়েছে।

  • নন্দীগ্রাম
  • নিহত
  • ভটভটি
  • মোটরসাইকেল
  • সংঘংর্ষ
  • #