মিয়ানমারে সেনা-সমর্থিত দলের বিপুল জয়

: বিশ্বপরিস্থিতি ডেস্ক
প্রকাশ: ১০ ঘন্টা আগে

মিয়ানমারে গৃহযুদ্ধের মধ্যেই সদ্য সমাপ্ত তিন ধাপের জাতীয় নির্বাচনে সেনা-সমর্থিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) বিপুল জয় পেয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম।

নিম্নকক্ষের ২৬৩টির মধ্যে ২৩২টি এবং উচ্চকক্ষে ১৫৭টির মধ্যে ১০৯টি আসনে জিতেছে ইউএসডিপি।  পার্লামেন্টের উচ্চ ও নিম্নকক্ষে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে দলটি।

তবে দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১ দেশের জোট ‘আসিয়ান’ এখনও এ নির্বাচন মেনে নেয়নি। কয়েকটি মানবাধিকার গোষ্ঠী এবং পশ্চিমা দেশও এ নির্বাচনকে প্রহসন বলে নিন্দা জানিয়েছে।

মিয়ানমারে এবারের জাতীয় নির্বাচন গতবছরের ডিসেম্বরের শেষ দিকে শুরু হয়ে তিন ধাপে অনুষ্ঠিত হয়েছে। গত সপ্তাহে নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়।

  • জয়
  • দল
  • মিয়ানমার
  • সেনা-সমর্থিত
  • #