রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ ৯ জন কর্মকর্তার নিয়োগ বাতিল করেছে সরকার। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) তাদের নিয়োগ বাতিল করে একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
নিয়োগ বাতিল হওয়া কর্মকর্তারা হলেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের তিনজন সদস্য (সার্বক্ষণিক) যথাক্রমে আবুল কালাম আজাদ, মো. জামাল উদ্দিন ও শবনম সাবা; রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য মেজর ইঞ্জিনিয়ার সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আজমত উল্লা খান, আবহাওয়া অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) মো. আজিজুর রহমান,ময়মনসিংহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মো. আবদুল কাদের, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. আবুল বাসার মো. মাকসুদুল আলম ও আধুনিক খাদ্য সংরক্ষণাগার নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. রেজাউল করিম শেখ।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্রের শর্তানুসারে নিম্নবর্ণিত কর্মকর্তাদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ এতদ্বারা বাতিল করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।