সড়কের পাশে পড়েছিল কাটা পা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

সিলেটের মালনীছড়া চা বাগানের মূলসড়কের পাশে থেকে মানুষের একটি কাটা পা উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এয়ারপোর্ট রোডে মালনীছড়া চা বাগানের পাশে ওই সড়ক থেকে খণ্ডিত পা’টি উদ্ধার করা হয়।

জানা যায়, রাত ৮টার দিকে মালনীছড়া চা বাগানের রাস্তার পাশেই ওই কাটা পাটি পড়ে থাকতে দেখেন চা বাগানের পাহারাদার করিম মিয়া।

পরবর্তীতে ওই পাহারাদার এয়ারপোর্ট থানায় খবর দেন। পরে ঘটনাস্থল থেকে পাহারাদারের সহযোগিতায় ওই খণ্ডিত পা উদ্ধার করে পুলিশ। খণ্ডিত ওই পাটি তাৎক্ষণিক এমএজি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়।

এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান সময় সংবাদকে জানান, উদ্ধার করা পা একজন পুরুষের বলে ধারণা করা হচ্ছে। ওই পুরুষের বয়স আনুমানিক পঞ্চাশোর্ধ্ব। তবে পা পাওয়া গেলেও পুরো শরীর এখনও পাওয়া যায়নি।

তবে চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে, শিগগিরই অবশিষ্ট দেহের অংশ খুঁজে বের করা হবে। তবে এখন পর্যন্ত কাটা পাটি কার তা শনাক্ত করা সম্ভব হয়নি, পুরো বিষয়টি তদন্তাধীন রয়েছে।

  • সিলেট
  • #