শেরপুর শহরের গৌরীপুর ও খোয়ারপাড় এলাকায় আধিপত্যের জেরে দফায় দফায় সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ১২ জন। সোমবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে শুরু হওয়া এ সংঘর্ষ চলে মধ্যরাত পর্যন্ত।
সংঘর্ষে নিহত যুবকের নাম মিজানুর রহমান (৩৫)। তিনি স্থানীয় টলিচালক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন।
জানা গেছে, মধ্যরাত পর্যন্ত দুই এলাকায় সংঘর্ষ চলছিল। এতে পুরো শহরে থমথমে অবস্থা বিরাজ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি বলেন, পরিস্থিতি শান্ত করার জন্য আমাদের ফোর্স কাজ করছে।