বানারীপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

: বরিশাল ব্যুরো
প্রকাশ: ৩ মাস আগে

বরিশালের বানারীপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যক্ষ আফরোজা বেগমের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। রোববার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীরা বিক্ষোভ করে।

জানা যায়, বানারীপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আফরোজা বেগমের দুর্নীতি ও অনিয়মের অভিযোগে পদত্যাগের দাবিতে কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা অধ্যক্ষের রুমসহ অন্যান্য রুমে তালা ঝুলিয়ে দেন এবং কলেজ প্রাঙ্গণে অর্ধ শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ মিছিল করে। পরবর্তীতে কিছু শিক্ষকদের সহযোগিতায় তালা খুলে দেয়। তবে অধ্যক্ষের রুম তালাবদ্ধ আছে।

বানারীপাড়া ডিগ্রি কলেজের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য আলতাফ হোসেনেসহ কলেজের কিছু শিক্ষক শিক্ষার্থীদের ইন্ধন দিচ্ছেন বলে জানা যায়। ঐ বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার অন্তরা হালদারকে অবগত করা হয়েছে।

  • বানারীপাড়া
  • #