১০ দিনের রিমান্ডে সাবেক ভূমিমন্ত্রীর ছেলে তমাল

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে শিরহান শরীফ তমালকে পৃথক দুই মামলায় ১০ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) পাবনা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত-২ এর বিচারক মোস্তাফিজুর রহমান এই আদেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট আন্দোলনে ডিলুর ছেলে সাবেক এমপি গালিবুর রহমান শরীফের নেতৃত্বে তার ছোট ভাই তমাল হামলা চালায়। এ সময় চারজন গুলিবিদ্ধ হন। এছাড়া, মারধরে আরও ১৫ জন আহত হন।

পরে এ ঘটনায় ১৫ আগস্ট গুলিবিদ্ধ নজরুল বাদী হয়ে সাবেক এমপি গালিব ও তমালসহ ৭১ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।

  • রিমান্ড
  • #