রাজধানীর মুগদা থানার অধীন মান্ডা কাজীবাড়ি মসজিদ এলাকায় দুই দোকানের মালামাল কেনা-বেচা নিয়ে সংঘর্ষে একই পরিবারের তিন জন আহত হয়েছেন। এদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাদের মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে রাত ১১টার দিকে আহতদের ঢামেক হাসপাতালে আনা হয়।
পুলিশ জানায়, অস্ত্রের আঘাতে শাকিল (২৮) নামে এক যুবক প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় সুজন (৩৮) ও সামস (২৪) নামে আরও দুজন আহত হয়েছেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই মাসুদ আলম জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। একই ঘটনায় নিহতের দুই ভাই ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান তিনি।
মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান জানান, মান্ডা কাজীবাড়ি মসজিদ এলাকায় দুই দোকানের মালামাল ক্রয় বিক্রয় নিয়ে একটি মারামারির ঘটনা ঘটে। এতে তিনজন আহত হন। তাদেরকে মুগদা হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখানে একজন মারা গেছেন। ঘটনাস্থলে বিস্তারিত জানার জন্য পুলিশ কাজ করছে।