সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার ( ১৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে রাজধানীর বেইলি রোডের নওরতন কলোনি থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশের গোয়ন্দো (ডিবি)।
ডিএমপি মিডিয়া উইং থেকে এই তথ্য জানানো হয়েছে। সূত্র জানিয়েছে, তিনি মিরপুর থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি।
প্রসঙ্গত, ২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে আসাদুজ্জামান নূর সংসদ সদস্য হন। ২০১৪ সালের নির্বাচনের পর তিনি সংস্কৃতিমন্ত্রী হয়েছিলেন।