কুমিল্লা সীমান্তবর্তী এলাকা থেকে মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহবুদ্দিন আহমেদ মোল্লাকে (৬৫) আটক করেছে বিজিবি। সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা বিবিরবাজার সীমান্তবর্তী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। কুমিল্লা বিজিবি ১০ এর সিইও লে. কর্নেল মো. ইফতেখার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা যায়, সোমবার সকালে কুমিল্লা বিবিরবাজার সীমান্তবর্তী এলাকা একজন সীমান্ত পাড় হওয়ার জন্য ঘোরাফেরা করছিল। এমন সময় তার চলাফেরা সন্দেহজনক হওয়ায় বিজিবি তাকে আটক করে। পরে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি। বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার জন্য তিনি কুমিল্লায় এসেছেন বলে জানা যায়।
কুমিল্লা বিজিবি-১০ এর সিইও লে. কর্নেল মো. ইফতেখার হোসেন জানান, সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় তাকে বিজিবি আটক করে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার পরিচয় জানা যায়। তাকে আইনি প্রক্রিয়ার জন্য কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।