আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়ক করে ঘোষিত দলে জায়গা পেয়েছেন সিনিয়র ক্রিকেটার জাহানারা আলম।
বুধবার (১৮ সেপ্টেম্বর) নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজে ভিন্ন আঙ্গিকে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ পাওয়া ক্রিকেটারদের নাম ঘোষণা করে বিসিবি। মূলত প্রবাসীদের দিয়ে বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের নাম ঘোষণা করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা।
এছাড়া মূল আসর শুরুর আগে ২৮ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত হবে ১০টি প্রস্তুতি ম্যাচ। সব ম্যাচ হবে দুবাইয়ের সেভেনস স্টেডিয়াম ও আইসিসি একাডেমির মাঠে।
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুরশিদা খাতুন, স্বর্ণা আক্তার, রিতু মনি, সোবহানা মোস্তারী, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নেহার, সাথী রানি ও দিশা বিশ্বাস।