মানববন্ধনে ‘জয় বাংলা’ স্লোগান, ক্ষমা চাই‌লেন প্রধান শিক্ষক

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

শিক্ষা ভবনে সে‌সিপ প্রক‌ল্পের কর্মকর্তা-কর্মা‌চারীদের দ্বারা সরকা‌রি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক লা‌ঞ্ছিতের ঘটনায় রাজবাড়ীতে মানববন্ধন করেছে শিক্ষকেরা। ওই মানববন্ধ‌নে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ‌শিক্ষকদের প্রতিবাদের মুখে ক্ষমা চেইলেন প্রধান শিক্ষক। বুধবার দুপু‌রে রাজবাড়ী সরকা‌রি মাধ্যমিক শিক্ষক প‌রিবারের ব‌্যানারে প্রেসক্লাবের সাম‌নে ঘন্টাব‌্যাপী এ মানববন্ধন কর্মসূ‌চিতে এ ঘটনা ঘ‌টে।

ঘটনার পরপরই এক সি‌নিয়র শিক্ষক প্রতিবাদ জানান। সে সময় তার সঙ্গে অন্য শিক্ষকেরা প্রতিবাদ জানালে পরে প্রতিবাদের মু‌খে মানববন্ধন চলা সম‌য়ে মাই‌কে জয় বাংলা বলায় ক্ষমা চেয়ে নেন ওই প্রধান শিক্ষক। মানববন্ধনে জয় বাংলা স্লোগান দেওয়া শিক্ষকের নাম অমরেশ চন্দ্র বিশ্বাস। তি‌নি রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাস বলেন, মানববন্ধ‌নে আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়। বক্তব্য শেষে ভুলবসত জয় বাংলা স্লোগান ব‌লে ফে‌লি। পরে ভুলের ক্ষমা চেয়ে নেই।

  • জয় বাংলা
  • প্রধান শিক্ষক
  • মানববন্ধন
  • স্লোগান
  • #