নারায়ণগঞ্জে বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশ টিভির জেলা প্রতিনিধি বিল্লাল হোসেনের ওপর হামলা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটায় শহরের নবাব সলিমুল্লাহ রোডের মিশনপাড়া এলাকায় হামলার শিকার হন তিনি।
পরে গুরুতর আহত অবস্থায় বিল্লাল হোসেনকে শহরের ৩০০ শয্যা হাসপাতালে নেয়া হয়। ঘটনার সময় বিল্লালের সাথে ছিলেন গাজী টিভির ক্যামেরাপারসন আরিফ হোসেন ৷
আহত বিল্লালের সাথে থাকা আরিফ ঘটনার বর্ণনা দিয়ে বলেন, শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে আমরা দুইজন মিশনপাড়া এলাকায় গিয়ে মেইন রোডের পাশে একটি চায়ের দোকানে বসি ৷ দুই মিনিটও পার হয়নি এমন সময় অন্তত ৭ থেকে ৮ জন মধ্যবয়সী লোক লাঠি হাতে এসে আমাদের ঘিরে ফেলে। তাদের মধ্যে একজন বিল্লালকে বলে ‘তুই সাংবাদিক না?’ একথা বলার পরেই তারা সবাই মিলে বিল্লালকে কাঠের লাঠি দিয়ে পেটানো শুরু করে৷
হামলায় আহত সাংবাদিক বিল্লাল হোসেন বলেন, ওই চায়ের দোকানে প্রায় সময় আমি ও আরিফ গিয়ে চা খাই ৷ আজও তেমনি চা খেয়ে বসছিলাম ৷ হঠাৎ করে কয়েকজন এসে আমাকে বেধড়ক পেটায় ৷ আমার হাতে ও পায়ে গুরুতর আঘাত পাই।
সাংবাদিক বিল্লালের ওপর হামলার খবর পেয়ে সন্ধ্যায় ঘটনাস্থলে যান সদর মডেল থানা পুলিশের একটি দল ৷
ঘটনাস্থলে থাকা সদর মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মাজহারুল ইসলাম জানান, প্রাথমিকভাবে তদন্তের পর এ ঘটনায় রুবেল (৩৫) নামে একজনকে পুলিশি হেফাজতে নেয়া হয়েছে ৷ লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে ৷
এ ঘটনায় নিন্দা জানিয়ে বিভিন্ন গণমাধ্যমে বিবৃতি দিয়েছে সাংবাদিক সংগঠন নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন (এন ইউ জে) ও নারায়ণগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন। হামলাকারীদের শনাক্ত করে তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি দাবি জানান সংগঠন দুটির নেতৃবৃন্দ।