খতিবের অপসারণ দাবিতে মডেল মসজিদে হট্টগোল

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

মীরসরাই উপজেলায় মডেল মসজিদের খতিব আরিফুল ইসলামের অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন মুসল্লিরা। এ নিয়ে মসজিদে দুই পক্ষের মধ্যে হট্টগোল হয়েছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) জুমার নামাজের আগে উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এরপর মসজিদে জুমার নামাজ শুরু হওয়ার সময়ে খতিবকে অপসারণ দাবিতে হট্টগোল সৃষ্টি হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মডেল মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাহফুজা জেরিন বলেন, খতিব আরিফুর রহমানের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ ও স্মারকলিপি পেয়েছি। মুসল্লিদের অভিযোগটি তদন্ত করে ইসলামিক ফাউন্ডেশনের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

  • অপসারণ
  • খতিব
  • মডেল মসজিদে
  • #