প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে অন্তর্ভুক্ত হলেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি বার্ষিক পর্যালোচনা ও বাছাই প্রক্রিয়ার পর তাকে অন্তর্ভুক্ত করেছে।
আইসিসির জেনারেল ম্যানেজার-ক্রিকেট ওয়াসিম খান (চেয়ারম্যান), সাবেক খেলোয়াড় ও ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার, নিউজিল্যান্ডের সাবেক আম্পায়ার টনি হিল এবং কনসালট্যান্ট অফিসিয়েটিং এক্সপার্ট মাইক রিলেকে নিয়ে গঠিত সিলেকশন প্যানেল যাচাই বাছাইয়ের পর এমিরেটস আইসিসি ইন্টারন্যাশনাল প্যানেল থেকে শরফুদ্দৌলাকে এলিট প্যানেলের অন্তর্ভূক্ত করার সুপারিশ করেন।
প্রসঙ্গত, ২০০৬ সাল থেকে শরফুদ্দৌলা ইন্টারন্যাশনাল প্যানেলের আম্পায়ারের দায়িত্ব পালন করে আসছিলেন। ২০১০ সালে মিরপুরে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার একটি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আম্পায়ার হিসেবে অভিষেক হয় তার।