ঝিনাইদহে আগ্নেয়াস্ত্রসহ দুজন আটক

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

ঝিনাইদহে র‌্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ দুজনকে আটক করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় শৈলকুপা উপজেলার রামচন্দ্রপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

ঝিনাইদহ র‌্যাবের কোম্পানি কমান্ডার মেজর নাঈম আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহের শৈলকুপায় অস্ত্র বেচাকেনা হবে খবর জানতে পেরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় রামচন্দ্রপুর এলাকা থেকে ইমলাত হোসেন ও হানিফ মন্ডল নামে দু’জনকে আটক করা হয়। তাদের দেহ তল্লাশি করলে দুটি আগ্নেয়াস্ত্র (পিস্তল) ও দুই রাউন্ড গুলি পাওয়া যায়। আটককৃত ইমলাতের বাড়ি যশোর ও হানিফ মন্ডলের বাড়ি শৈলকুপা উপজেলার কৃষ্ণপুর গ্রামে।

আটককৃতদের অস্ত্র ও বিষ্ফোরক আইনে মামলা দিয়ে শৈলকুপা থানায় পাঠানো হয়েছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

  • আগ্নেয়াস্ত্র
  • আটক
  • ঝিনাইদহ
  • #