মোহাম্মদপুরে জোড়া খুন : পিচ্চি হেলালসহ ৬ জনের নামে মামলা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

রাজধানীর মোহাম্মদপুরের জোড়া খুনের ঘটনায় শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলালসহ ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার রাতে ইনডিপেন্ডেন্ট টেলিভিশনকে বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান।

এ মামলার অন্যান্য আসামিরা হলেন রাহুল (২২), শাহরুখ (২৩), রয়েল (২৫), পারভেজ (২৩) ও ইমন ওরফে অ্যালেক্স ইমন (২৭)। তবে হত্যায় জড়িত কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

ওসি আলী ইফতেখার হাসান বলেন, মোহাম্মদপুরের রায়ের বাজার সাদিক খান আড়তের সামনে নাসির ও মুন্নাকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় মোহাম্মদপুর থানা এ দুইটি হত্যা মামলা দায়ের হয়েছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) রায়েরবাজার সাদেক খান আড়তের সামনে দুই যুবককে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলালের নির্দেশে পূর্বশত্রুতার জেরে ২ যুবককে হত্যা করা হয়। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরে ২৪ বছর পর শীর্ষ সন্ত্রাসী ইমামুল হাসান ওরফে পিচ্চি হেলাল জেল থেকে ছাড়া পান। মোহাম্মদপুর এলাকায় তাঁর একক আধিপত্য রয়েছে। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতা জেরে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। ইমন ওরফে অ্যালেক্স ইমনের নামে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। এ ছাড়া নিহত মুন্নার নামেও মোহাম্মদপুর থানায় একাধিক মামলা রয়েছে। নিহত নাসির ৩৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী ও রাজমিস্ত্রির কাজ করতেন।

  • জোড়া খুন
  • পিচ্চি হেলাল
  • মামলা
  • মোহাম্মদপুর
  • #