আটক বিএসএফ সদস্যকে ফেরত দিয়েছে বিজিবি

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অবৈধভাবে অনুপ্রবেশকারী ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যকে আনুষ্ঠানিকভাবে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিজিবি।

মঙ্গলবার বিকেল ৫টায় উপজেলার চান্দের হাট সীমান্ত দিয়ে তাকে ফেরত দেওয়া হয়। এর আগে সকালে ওই উপজেলার চান্দেরহাট সীমান্তের ৩৩৪নং পিলার সংলগ্ন এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে বিএসএফ উপল কুমার।

বিজিবি ও স্থানীয়রা জানান, সকালে পীরগঞ্জ উপজেলার চান্দেরহাট সীমান্ত এলাকায় নিজ জমিতে গবাদিপশু লালন পালনে জন্য ঘাস কাটতে যান দুই-তিনজন নারীসহ কয়েকজন যুবক। এ সময় ভারতের দক্ষিণ গৌরিপুর ক্যাম্পে বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া দেয়। পরে উপল কুমারসহ দুই বিএসএফ সদস্য বাংলাদেশের প্রায় তিনশ গজ ভেতরে অনুপ্রবেশ করে। পরবর্তীতে বাংলাদেশের নাগরিকদের গুলি করতে চাইলে একত্রিত হয়ে উপল কুমারকে আটক করে পাশেই কোনাপাড়া গ্রামে নিয়ে আসে গ্রামবাসী। পরে চান্দেরহাট সীমান্তের বিজিবি সদস্যদের খবর দেয় তারা। তাৎক্ষণিকভাবে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানায় বিজিবি। পরে বিকেল ৫টায় আনুষ্ঠানিকভাবে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়া হয়।

বিজিবি ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসানুল ইসলাম বলেন, ভুলবশত বিএসএফের এক সদস্য বাংলাদেশে প্রবেশ করেছিল বলে জানিয়ে তাকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেওয়া হয়েছে।

  • বিএসএফ
  • বিজিবি
  • #