সাবেক এমপি এম এ আউয়াল গ্রেপ্তার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

লক্ষীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এম এ আউয়ালকে গ্রেপ্তার করেছে কলাবাগান থানা পুলিশ। বুধবার সন্ধ্যায় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, প্রতারণা মামলায় বুধবার বিকাল ৫ টার দিকে রাজধানীর কলাবাগান বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান জানান, বুধবার কলাবাগান থানায় রাজীব কায়সার নামের এক ব্যক্তি তার বিরুদ্ধে মামলা প্রতারণা মামলা দায়ের করেন। মামলা নম্বর ৭। এ মামলায় আজ সন্ধ্যার দিকে এম এ আউয়ালকে গ্রেপ্তার করা হয়েছে।

  • এম এ আউয়াল
  • গ্রেপ্তার
  • সাবেক এমপি
  • #