সাবেক এমপি রাহেনুল হকের জামিন নামঞ্জুর

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

রাজশাহী-৬ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. রাহেনুল হকের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে বাঘা-চারঘাট আমলি আদালত-১-এর বিচারক শরিফুল ইসলাম এ আদেশ দেন। গত শনিবার চারঘাট উপজেলা বাজার থেকে রাহেনুল হককে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে কারাগারে ছিলেন। আজ জামিন শুনানির জন্য তাকে আদালতে তোলা হয়।

রাহেনুল হকের আইনজীবী মো. জিয়াউর রহমান বলেন, ‘তিনি সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা। ক্যানসারের রোগীও। বয়স ৭০-এর কাছাকাছি। যে মামলায় গ্রেফতার করা হয়েছে, এজাহারে তার নাম নেই। এসব বিবেচনায় জামিন চাওয়া হয়। আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

গত ৬ আগস্টের একটি ঘটনায় ১ সেপ্টেম্বর চারঘাট থানায় মামলা হয়। মামলাটি করেন চারঘাটের বড়বাড়িয়া গ্রামের মো. উজ্জল হোসেন (৩০)। তিনি ভ্যানচালক। মামলায় ৩৬ জনের নাম উল্লেখ করা হয়। অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়। রাহেনুল হককে অজ্ঞাতনামা আসামি হিসেবে গ্রেফতার করে পুলিশ।

  • বীর মুক্তিযোদ্ধা
  • মো. রাহেনুল হক
  • রাজশাহী-৬
  • সাবেক সংসদ সদস্য
  • #