এডিস মশাজনিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৮২৯ ডেঙ্গু রোগী। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্য জানানো হয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত তিনজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা। এ নিয়ে চলতি বছরে ১৪১ জনের মৃত্যু হয়েছে।
চলতি বছরে আজ পর্যন্ত ২৭ হাজার ৩৮৪ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ২৪ হাজার ৩১২ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।