ফরিদপুর-বরিশাল মহাসড়কের দুটি ট্রাক ও একটি ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ভাঙ্গার বাবলাতলা বাসস্টান্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, দুর্ঘটনার সময় একটি ট্রাক অপর একটি ট্রাকের উপরে উঠে যায়। এ সময় ট্রাক দুটির মাঝে চাপা পড়ে একটি ইজিবাইক। এতে ইজিবাইকের ভেতরে থাকা কবির মাতুব্বর (৫৫) ঘটনাস্থলেই মারা যায়। তিনি ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের ঈমান উদ্দিন মাতুব্বরের ছেলে। দুর্ঘটনায় ইজিবাইকের অপর যাত্রী হারুন চোকদার(৪৫) হাসপাতালে নেওয়ার পর মারা যায়। সে ঘারুয়া ইউনিয়নের গঙ্গাধরদী গ্রামের খালেক চোকদারের ছেলে। এ সময় ট্রাক ও ইজিবাইকের আরও ৮ জন আহত হন।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আবু সাঈদ খাইরুল আনাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো উদ্ধার করে রাস্তাকে চলাচলের উপযোগী করে দেওয়া হয়েছে। নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।