রোববার ফিরছেন ৮৫ বাংলাদেশি, মিয়ানমারে যাবেন ১২০ বিজিপি ও সেনাসদস্য

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে
ছবি : সিতওয়ে বন্দর থেকে শনিবার ৮৫ জন বাংলাদেশি নাগরিক বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছেন

মিয়ানমারে কারাভোগ শেষে ৮৫ বাংলাদেশি ফিরছেন রোববার। মিয়ানমারে সংঘাতের জেরে প্রাণ বাঁচাতে পালিয়ে আশ্রয় নেয়া ১২০ বিজিপি ও সেনাসদস্য যাবেন একইদিন।

শনিবার (২৮ সেপ্টেম্বর) কক্সবাজারের জেলা প্রশাসক মো. সালাহউদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মিয়ানমারের রাখাইনে অবস্থিত সিতওয়ে বন্দর থেকে শনিবার ৮৫ জন বাংলাদেশি নাগরিক বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছেন। দলটি রোববার সকালে কক্সবাজার শহরের নুনিয়ারছড়াস্থ ঘাটে পৌঁছাতে পারে।

তিনি আরও জানান, এর আগে ৩ দফায় অনুষ্ঠিত প্রত্যাবসন প্রক্রিয়ার মতোই এবারও হবে। ৮৫ বাংলাদেশিকে নিয়ে আসা মিয়ানমারের প্রতিনিধি দলটি দুপুরের মধ্যে ১২০ বিজিপি ও সেনা সদস্য নিয়ে ফেরত যাবেন।

পুরো প্রক্রিয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. রাহাত বিন কুতুব উপস্থিত থাকবেন।

  • মিয়ানমার
  • #