আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৮তম জন্মদিন আজ শনিবার। এদিন দুপুরে ধানমন্ডিতে তাঁর রাজনৈতিক কার্যালয়ের সামনে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছেন ছাত্রলীগের সাবেক নেতারা। বেলা দুইটার পরে তাঁরা এ খাবার বিতরণ করেন।
কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন গণমাধ্যমকে এ বিষয়টি জানান। তিনি বলেন, আজ আওয়ামী লীগ সভাপতি, বঙ্গবন্ধু কন্যার ৭৮ তম জন্মদিন। এ জন্য আমরা গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করছি। আর আমরা দেশবাসীর কাছে শেখ হাসিনার সুস্বাস্থ্যের জন্য দোয়া চাই।
সাবেক ছাত্রনেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক মুকিব মিয়া, সাবেক সহ সম্পাদক এনামুল হক প্রিন্স,সাবেক উপ-অর্থ সম্পাদক তড়িৎ চৌধুরী।