জাবিতে শামীম মোল্লা হত্যা : আরেক আসামি গ্রেপ্তার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা শামীম মোল্লা হত্যা মামলায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা-পুলিশ। গ্রেপ্তার সাইফুল ইসলাম ভূঁইয়া বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী। তিনি মামলার চার নম্বর আসামি।

রোববার রাতে ঢাকার দোহার উপজেলা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রাত পৌনে ১২টার দিকে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন ওই মামলার তদন্তকারী কর্মকর্তা ও আশুলিয়া থানার উপপরিদর্শক অলক কুমার দে।

প্রসঙ্গত, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ১৮ সেপ্টেম্বর বিকেলে একদল শিক্ষার্থী শামীম মোল্লাকে পিটিয়ে গুরুতর আহত করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে আশুলিয়া থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়। আহত শামীম মোল্লাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
  • শামীম মোল্লা
  • হত্যা
  • #