লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় আরও ৪৫ জন নিহত হয়েছেন। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৬ জনে। সোমবার (৩০ সেপ্টেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
লেবাননের কর্তৃপক্ষের বরাত দিয়ে আল জাজিরা জানায়, ইসরায়েলের হামলায় রাজধানী বৈরুতের দক্ষিণে লেবাননের আইন আল-দেলবে অন্তত ৪৫ জন নিহত হয়েছেন। এতে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৬ জনে দাঁড়িয়েছে।
এদের মধ্যে পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অফ প্যালেস্টাইন গ্রুপের তিনজন সদস্য রয়েছে।