নরসিংদীতে প্রকাশ্য দিবালোকে যুবককে কুপিয়ে হত্যা

:
প্রকাশ: ৩ মাস আগে
প্রতীকী ছবি

নরসিংদীতে প্রকাশ্য দিবালোকে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার মামাতো ভাইদের বিরুদ্ধে। আজ মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে পৌর শহরের কাউরিয়াপাড়া ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে। যুবকের নাম হানিফ মিয়া (২৪)। তিনি পৌর এলাকার চৌয়ালা মহল্লার আব্দুল কাদেরের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয়দের সূত্রে জানা যায়, তিন মাস আগে পূর্বশত্রুতার জেরে হানিফ তার আপন মামা হাবু মিয়াকে কুপিয়ে হত্যা করে। এরই জের ধরে হাবু মিয়ার দুই ছেলে নাদিম মিয়া ও নাঈম মিয়া আজ দুপুরে হানিফ মিয়াকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

নরসিংদী সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল গাফফার জানান, হত্যাকাণ্ডের শিকার হানিফ মিয়া তিন মাস আগে তার আপন মামাকে হত্যা করেছিল। এরই প্রেক্ষিতে মামোতো ভাইয়েরা তাকে কুপিয়ে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

  • নরসিংদী
  • যুবক
  • হত্যা
  • #