গুলশানে জোড়া খুনের মূল আসামি গ্রেপ্তার

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

রাজধানীর গুলশান এলাকায় গলা কেটে দুজনকে হত্যার ঘটনায় মূল আসামি রুমনকে গ্রেপ্তার করেছে পুলিশের এলিট ফোর্স র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। মঙ্গলবার (১ অক্টোবর) রাতে তাকে চট্টগ্রামের হালিশহর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বুধবার (২ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের মিডিয়া উইংয়ের প্রধান লে. ক. মুনিম ফেরদৌস।

মুনিম ফেরদৌস জানান, গত ২৮ সেপ্টেম্বর রাজধানীর অভিজাত এলাকা গুলশান-২ এর একটি চায়ের দোকানের ভেতরে ধারালো অস্ত্র দিয়ে কুপানো ও গলা কাটা অবস্থায় দুই জন ব্যক্তির লাশ উদ্ধার করে আইন-শৃঙ্খলা বাহিনী। এই হত্যাকাণ্ডের ঘটনায় ভিকটিম রফিকুল ইসলামের ছেলে বাদী হয়ে গুলশান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, এ ঘটনায় চট্টগ্রাম মহানগরীর হালিশহর এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের মূল আসামি রুমনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।

  • গুলশান
  • গ্রেপ্তার
  • জোড়া খুন
  • মূল আসামি
  • #