দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তার প্রসঙ্গে জার্মানি ও যুক্তরাষ্ট্রের পর এবার মন্তব্য করেছে জাতিসংঘ। ভারতে গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে পশ্চিমারা সংশয় প্রকাশ করার পর বৃহস্পতিবার রাতে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিকও এ ইস্যুতে মন্তব্য করেন।
তিনি জানান- তাদের আশা, ভোটের সময় অন্য দেশের মতো ভারতেও রাজনৈতিক ও নাগরিক সমাজের প্রত্যেকের অধিকার রক্ষিত হবে। সবাই যেন সুষ্ঠুভাবে, মুক্তমনে ভোট দিতে পারেন।
কেজরিওয়ালের গ্রেপ্তার ও হেফাজতে রাখা নিয়ে বৈশ্বিক যে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে তাতে ভারত বিব্রত হলেও কূটনৈতিক পর্যায়ে তার জবাব দেওয়া হচ্ছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় দিল্লিতে নিযুক্ত জার্মানি ও যুক্তরাষ্ট্রের দূতাবাসের শীর্ষ কূটনীতিকদেরও তলব করে এ ধরনের মন্তব্যের প্রকিক্রিয়া জানিয়েছে।