জাতিসংঘ মহাসচিবের ওপর ইসরায়েলি নিষেধাজ্ঞা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

ইরান থেকে ছুটে আসা ক্ষেপণাস্ত্রের আঘাতে মুহূর্তেই আতঙ্কগ্রস্ত গোটা ইসরায়েলে। তেহরানের ছোড়া ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এমনকি এ হামলায় ইসরায়েলের নেভাটিম বিমান ঘাটিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বেশ কিছু সূত্র জানিয়েছে। এই হামলার ‘দ্ব্যর্থহীন নিন্দা’ জানানোর ব্যর্থতার জন্য জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে ইসরায়েলের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

বুধবার (০২ অক্টোবর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এক বিবৃতিতে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ জানান, যে ব্যক্তি দ্ব্যর্থহীনভাবে ইসরায়েলের ওপর ইরানের জঘন্য হামলার নিন্দা করতে পারে না সে ইসরায়েলের মাটিতে পা রাখার যোগ্য নয়। এ সময় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে একজন ইসরায়েলবিরোধী মহাসচিব এবং সন্ত্রাসবাদ, ধর্ষক এবং খুনিদের সমর্থক বলেও মন্তব্য করেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী।

  • ইরান
  • ইসরায়েল
  • ক্ষেপণাস্ত্র
  • #