চলে গেলেন কাজী নজরুল ইসলামের নাতি কাজী অনির্বাণ

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ বছর আগে

চলে গেলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি কাজী অনির্বাণ। তিনি জাতীয় কবির কনিষ্ঠতম পুত্র কাজী অনিরুদ্ধর বড় ছেলে। বুধবার (৩ অক্টোবর) হৃদরোগে আক্রান্ত হয়ে সুইজারল্যান্ডে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কবির বড় ছেলে কাজী সব্যসাচীর কন্যা ও নজরুল সংগীতশিল্পী খিলখিল কাজী।তিনি বলেন, কবির ছোট ছেলে কাজী অনিরুদ্ধর বড় ছেলে অনির্বাণ। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। আপনারা সবাই দোয়া করবেন। তিনি আরো জানান, কাজী অনির্বাণের মরদেহ কলকাতায় সমাহিত করা হবে।

কাজী অনির্বাণ ছিলেন একজন চিত্রশিল্পী। তার বাবা কাজী অনিরুদ্ধ ১৯৭৪ সালের ২২ ফেব্রুয়ারি কাজী নজরুল ইসলাম জীবিত থাকতে মারা যান। কাজী অনিরুদ্ধ ছিলেন পশ্চিমবঙ্গের খ্যাতনামা সংগীতজ্ঞ ও ডাকসাইটে গিটারিস্ট।

  • কাজী অনির্বাণ
  • কাজী নজরুল ইসলাম
  • নাতি
  • #